নতুন বধু নিয়ে আসতো
চার বেহারার পালকিতে করে,
বর যাত্রী সবাই আসতো পায়ে হেটে
নতুন বউয়ের পালকির চারি ধারে ধারে।
কোথায় গেলো সেই মধুর দিন
পালকির বিয়ে গেলো বিলীন হয়ে,
এখন তো আর নেয়না নতুন বউ
চার বেহারার পালকি বয়ে।
অযত্ন আর অবহেলায় পালকি
পড়ে আছে উঠানের ঐ এক কোনে,
দিনের পর দিন পালকির
দেহটা খাচ্ছে দেখো গুনে।
মাস পেড়িয়ে বছর যাচ্ছে
কেউ নিচ্ছেনা সেই পালকির খবর,
বাজবে শানাই গাইবে সবাই
পালকির বিয়ের আনন্দের খবর।
পালকিরও যে বিয়ে হবে
কে যেন দিয়ে গেলো খবর
বিয়ের খবর শুনে পালকি
আত্ম হারা হয়ে গেলো মারা।
চারি পাশে ছড়িয়ে পড়লো
পালকি মরার খবর
সবাই মিলে একত্রিত হলো
পালকিকে দিতে কবর।
কবি পরিচিতি-
মোঃ নূর আলম শেখ, ১৯৯৪ সালের ১৮ই জুন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মঙ্গলহোড় গ্রামে জন্ম গ্রহণ করেন।