বিনোদনবুলেটিন নিউজ

৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর সমাপনী আগামীকাল

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০২৪-এর সমাপনী অনুষ্ঠান আগামীকাল ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার বিকাল ৫ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা করবেন বরেণ্য শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি প্রফেসর ড. আব্দুস সাত্তার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর নাজমা খান মজলিস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক শিল্পী আব্দুল হালিম চঞ্চল।

ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। এ বছর ৬ষ্ঠ বারের মতো আয়োজন করা হয়েছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এ বছর ১০ সম্মানসূচকসহ মোট ১৩ টি পুরস্কার প্রদান করা হয়।

গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় মাসব্যাপী ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়। পরবর্তীতে আরও ৭ দিন প্রদর্শনীর সময় বৃদ্ধি করা হয়।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments