আন্তর্জাতিককভারেজ নিউজস্থানীয় সংবাদ

৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫ অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়

নিজস্ব প্রতিবেদক : ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫ উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি-এর ডিরেক্টর আতিকুর রহমান সংবাদ সম্মেলনে বলেন,  ‘৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫’ অনুষ্ঠিত হবে আগামী ২৬-২৭ এপ্রিল, ২০২৫, ফ্লোরিডার ট্যাম্পা হাইটস ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে।

তিনি আরও বলেন, এই গ্লোবাল ইভেন্টের মূল লক্ষ্য হলো বৈশ্বিক সংস্কৃতির বিনিময়, ব্যবসায়িক কমিউনিটি শক্তিশালী করা এবং ভ্রমণ ও বাণিজ্য খাতকে আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ করে তোলা। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মানুষ নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা এবং পর্যটনের সুযোগ উন্মোচন করবে।

এই আয়োজনের পেছনে রয়েছে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি, যা ২০২১ সালে করোনা মহামারির সময়ে প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক ও ব্যবসায়িক উন্নয়ন এবং ভ্রমণ বাণিজ্য সহজ করার লক্ষ্যে যাত্রা শুরু করে। এর আগে সংগঠনটি সফলভাবে চারটি ইভেন্ট আয়োজন করেছে। ১ম ওয়ার্ল্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল জুন ৯-১২, ২০২২, লেগাসি ইভেন্ট হল, অরল্যান্ডো, ফ্লোরিডায়। এরপর ২য় ইভেন্টটি ৬ আগস্ট, ২০২৩, নিউইয়র্কের গুলশান টেরেসে এবং ৩য় ইভেন্টটি ২৫-২৬ নভেম্বর, ২০২৩, ক্লিয়ারওয়াটারের হোটেল হলিডে ইন-এ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৪র্থ ইভেন্টটি ৮ ডিসেম্বর, ২০২৪, নিউইয়র্কের কুইন প্যালেসে অনুষ্ঠিত হয়।

ডিরেক্টর আতিকুর রহমান বলেন, এবারের ইভেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্লোরিডার বর্তমান স্টেট রিপ্রেজেনটেটিভ সুসান এল ভালডাস, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন স্টেট রিপ্রেজেনটেটিভ ডেইজি মোরাল। ইভেন্টে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) একটি প্রতিনিধি দল হিসেবে যোগ দেবে। তারা বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে এবং বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করবে। এছাড়াও, বাংলাদেশ কনসোলেট জেনারেল অব মিয়ামি ইভেন্টে ভিসা ও ভিসা-সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করবে।

তিনি আরও বলেন, এই ইভেন্টের অন্যতম আকর্ষণ হবে এর সাংস্কৃতিক পরিবেশনা। এবারের এম্বাসেডর হিসেবে থাকছেন মোজেজা আশরাফ মোনালিসা। বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন গায়ক প্রতিক হাসান, রেশমি মির্জা, শারমিন সিরাজ, এবং সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবিন মেহা, সেলিম ইব্রাহিম, ড. মোহাম্মদ কামরুল ইসলাম। ইভেন্টের থিম সং রচনা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ, এবং গানটি গেয়েছেন ইমরান।

তিনি আরও জানান, এই আয়োজন কেবল মেলা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য দৃষ্টিনন্দন ডিনার ক্রজ আয়োজন করা হয়েছে। ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি এবং বায়ান্ন টিভি, আর ট্যুর পার্টনার হিসেবে থাকবে হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

আমরা বাংলাদেশসহ বিশ্বের সকল দেশ ও কমিউনিটির প্রতি আহ্বান জানাই, এই বৈশ্বিক মেলবন্ধনে শামিল হতে । ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫’ আন্তর্জাতিক পর্যায়ে সংস্কৃতি, ব্যবসা এবং ভ্রমণ-বাণিজ্যে নতুন দ্বার উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ড. মোক্তার আহমেদ (জয়েন্ট কনভেনার), আমিনুল ইসলাম চৌধুরী (এমডি, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), নাজমা মোস্তফা (ভাইস চেয়ারম্যান, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), জাকির হোসেন নয়ন (এফবিসিসিআই প্রতিনিধি), আহসান ভাবনা (প্রোমোশন অফিসার, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), জাকির হোসেন নয়ন (সাবেক সভাপতি ,বাংলাদেশ সিএনজি এসোসিয়েশন), আবুল হোসেন (সাবেক পরিচালক-এফবিসিসিআই); জাকির হোসেন (সাধারণ সম্পাদক , বাংলাদেশ সুপারশপ এসোসিয়েশন) এবং সাউদুল করিম পিএইচএফসহ আরও অনেকে।

আন্তর্জাতিক পর্যায়ে সংস্কৃতি, ব্যবসা এবং ভ্রমণ-বাণিজ্যে নতুন দ্বার উন্মোচনের জন্য আয়োজকরা সকলকে ইভেন্টে অংশগ্রহণের আহ্বান জানান।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments