বিনোদনবুলেটিন নিউজ

৪.৪৮ মন্ত্রাস-এর দুইটি বিশেষ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক : ফেব্রুয়ারীতে মর্যাদাপূর্ণ ‘কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল( ITFOK) ২০২৪’-এ অংশ নিবে`স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’-এর দ্বিতীয় প্রযোজনা ‘৪.৪৮ মন্ত্রাস’ । প্রতি বছর কেরালা রাজ্যের রাজধানী ত্রিশূর-এ অনুষ্ঠিত হয় এই বিশেষ থিয়েটার উৎসব।

এবার এই উৎসবের ১৪তম আসর অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৪। উক্ত আসরে ফেব্রুয়ারী ১১ ও ১২ তারিখ অনুষ্ঠিত উপস্থাপিত হবে ‘৪.৪৮ মন্ত্রাস’-এর ২ টি প্রদর্শনী। উৎসবের আন্তর্জাতিক অংশে বাংলাদেশসহ আরও অংশগ্রহন করবে ইতালি, ব্রাজিল, ফিনল্যান্ড, তিউনিশিয়া, চিলি, প্যালেস্টাইন-এর মোট ৮ টি দল।

এই অংশগ্রহণ কে সামনে রেখে স্পর্ধা নাট্যদল ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটক নিয়ে প্রস্তুতি শুরু করে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। ২০২০ এবং ২০২২ সালে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করে নাটকটি। দেশে দর্শকদের সেই আগ্রহকে স্মরণে রেখে কেরালা যাবার পূর্বে ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকার দর্শকদের জন্য দুইটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা। এই বিশেষ প্রদর্শনীর সময় বিকেল ৪ টায় ও সন্ধ্যা ৭:৩০ টায়।

`স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’-এর দ্বিতীয় প্রযোজনা ‘৪.৪৮ মন্ত্রাস’ এর পরিকল্পনা ও

নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ‘৪.৪৮ মন্ত্রাস’ ব্রিটিশ নাট্যকার সারাহ্ কেইনের ‘ ‘4.48 Psychosis’ থেকে বাংলায় অনুবাদ করেছেন শাহমান মৈশান এবং শরীফ সিরাজ। ‘৪.৪৮ মন্ত্রাস’ একটি অনন্য কাব্যশৈলী যা র্নির্মিত হয়েছে রৈখিক আখ্যানকে প্রত্যাখ্যান করে এবং আলিঙ্গন করেছে উত্তর-নাটকীয় কাঠামো। নাট্যকাঠামোতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপকথন, এবং দর্শকদের সরাসরি সম্বোধন করা বিবরণ। নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হ’ল এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম, কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী যেমন: ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং বিশৃঙ্খল অনিশ্চয়তা।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments