আন্তর্জাতিক সংবাদ

৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : ১৫ই ফেব্রুয়ারি গত শনিবার ৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি বার্তা পাঠিয়ে আফ্রিকান দেশ ও জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় সি বলেন, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মুখে চীন ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে, আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান দেশগুলোকে ঐক্যবদ্ধ করেছে ও নেতৃত্ব দিয়েছে, জোরালোভাবে একীকরণকে উৎসাহিত করেছে, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সক্রিয়ভাবে মোকাবিলা করেছে, সর্বসম্মতভাবে ‘আফ্রিকান কণ্ঠস্বর’ জারি করেছে এবং আফ্রিকার আন্তর্জাতিক অবস্থান ও প্রভাবকে ক্রমাগত উন্নতির দিকে পরিচালিত করেছে।

তিনি আন্তরিকভাবে আশা করেন যে আফ্রিকান দেশগুলো ও জনগণ স্বাধীনতা, উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে নতুন ও বৃহত্তর সাফল্য অর্জন করতে থাকবে।
সি আরো বলেন, ২০২৪ সালে চীন, আফ্রিকার সঙ্গে সম্পর্ক দ্রুতভাবে উন্নীত করেছে। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চীন ও আফ্রিকা নতুন যুগে যৌথভাবে একটি সর্বকালীন কল্যাণের সম্প্রদায় গড়ে তোলার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সম্প্রদায় গড়ে তোলার যুগের অগ্রভাগে রয়েছে।

আমি আফ্রিকান দেশগুলোর নেতাদের সঙ্গে চীন ও আফ্রিকার যৌথভাবে আধুনিকীকরণের জন্য ছয়টি প্রস্তাব ও ‘দশ অংশীদারিত্বের উদ্যোগ’ বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে ২.৮ বিলিয়নেরও বেশি চীনা ও আফ্রিকান জনগণ আরও বাস্তব ফলাফলের সাথে উপকৃত হতে পারে।

সূত্র: ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments