নিত্যদিনবিচিত্রবিনোদনরকমারী

১ দশক পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির কমিটি গঠিত

[ঢাকা] ২৫ আগস্ট, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : দীর্ঘ ১ দশক পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মকর্তা কল্যাণ সমিতির কমিটি গঠিত হয়। একাডেমির সকল কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) সরকার জিয়া উদ্দিন আহাম্মদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর শেখ এহসানুর রহমান। একাডেমিতে সুষ্ঠ কর্মপরিবেশ-শৃংখলা আনয়ন এবং কর্মকর্তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন নব গঠিত কমিটি।

এছাড়া নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি প্রদ্যোত কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক ইমাম আব্দুল্লাহ হাকীম, কোষাধ্যক্ষ পূর্ণলাক্ষ চাকমা, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জিএম জাকির, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, সম্মানিত কার্যনির্বাহী সদস্য (ঢাকার কর্মকর্তাদের মধ্যে থেকে) বেগম কামরুন নাহার, সদস্য (কালচারাল অফিসারদের মধ্যে থেকে) এবং সম্মানিত কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ ২৫ আগস্ট (রবিবার) এ সাধারণ সভায় শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়। পরে সকলের সর্বসম্মতিক্রমে মৌখিক ভোটে নবগঠিত কমিটির সদস্যরা নির্বাচিত হোন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নবগঠিত এ কমিটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবগঠিত কমিটির সভাপতি সরকার জিয়া উদ্দিন আহাম্মদ। একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন সুবিধা, একাডেমির কর্মপরিবেশ ও শৃংখলা আনয়ন, প্রভিডেন্ট ফান্ড, পদসৃষ্টি, পদোন্নতিসহ নানান কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ঘোষণা করে নবগঠিত কমিটি। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই একাডেমির কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়ে আসছেন, এছাড়া আবাসন সুবিধা না থাকায় দুর দুরান্ত থেকে কর্মস্থলে ফিরতে ভোগান্তি পোহাতে হয় সংশ্লিষ্টদের। এসব পরিস্থিতির উন্নয়নে একাডেমি কর্তৃপক্ষের সহযোগিতায় নানামুখী কার্যক্রমের কথা জানিয়েছে নবগঠিত কমিটি।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments