বিচিত্র

১৯৩টি দেশ ঘুরে রেকর্ড করেন ফিলিপাইনের লুইসা ইউ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট : ১৯৩টি দেশ ভ্রমণ করে রেকর্ড করলেন ফিলিপাইনের লুইসা ইউ ৭৯ বছর বয়সে এই নারী। তার আরও ইচ্ছা আছে ৭টি দেশ ভ্রমণের। দেশগুলো ভ্রমণ করতে সময় নেন ৫০ বছর। নিজ অর্থায়নে ভ্রমণে যান তিনি। ৭৯ বছর বয়সে সদ্যসমাপ্ত বছরের নভেম্বরের ৯ তারিখ সার্বিয়ায় পা রাখার মাধ্যমে তার এ যাত্রা শেষ হয়।

তার জন্ম ১৯৪৪ সালে ফিলিপাইনে। ২৩ বছর বয়সে ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রে আসেন লেখাপড়ার উদ্দেশ্যে।  সেখানে লেখাপড়ার পাশাপাশি ভ্রমণের আগ্রহ জাগে তার। ৩ বছর সময়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫টি অঙ্গরাজ্য ভ্রমণ করেন তিনি। ‘দেখব এবার জগৎটাকে’- এমন স্বপ্ন নিয়ে বের হন বিশ্বভ্রমণে।

লুইসা বলেন, ‘স্বপ্ন দেখা থামালে চলবে না। স্বপ্ন দেখে যেতে হয়। আমি ঘুরতে চেয়েছি, সেই চেষ্টা ছিল তাই আমি সফল হয়েছি।’

 ‘কারও জন্য অপেক্ষা না করে বেরিয়ে পড়ো। কারণ তুমি যদি কারও জন্য অপেক্ষা করো তাহলে থেমে যাবে, তোমার এগিয়ে যাওয়া আটকে যাবে।’

‘আঃ খুব খুশি। বেঁচে থাকি যত দিন, তত দিনে বিশ্বের সব দেশ ঘুরব, সেটা শেষ করতে পেরেছি। নিজের একটা বাড়ির স্বপ্নও দেখেছিলাম, সেটাও হয়েছে। আর কিছু চাই না জীবনে। এ যাত্রা শেষে দেখতে পাই- আমার অর্জন শুধুই মানুষের ভালোবাসা।’

১৯৭০ সালে প্রথম দেশ হিসেবে জাপান ভ্রমণে যান লুইসা। বয়সে বৃদ্ধ কিন্তু এই যৌবনা মানুষটির বর্তমান নিবাস যুক্তরাষ্ট্রের মিয়ামি অঙ্গরাজ্যে। সূত্র: এনডিটিভি

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments