অর্থ ও বাণিজ্যবুলেটিন নিউজ

১৭৩০ কোটি টাকার লেনদেন শেয়ার বাজারে

স্টাফ করেসপনডেন্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জ মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়। তবে পূর্বের দিন তুলনায় আজ লেনদেন বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৪৩ পয়েন্ট বৃদ্ধি । বর্তমান সূচকটির স্থান রয়েছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে।

তাছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩৮৭ পয়েন্ট ও ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ২১৩৫ পয়েন্ট অবস্থানে রয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে এক হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়। আগের দিনের তুলনায় লেনদেন হয় ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকা।

৭ ফেব্রুয়ারি  বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার এবং ইউনিট হাতবদল হয়। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৯৮টি কোম্পানির, বিপরীতে ১৫৮ কোম্পানির দর হ্রাস পেয়েছে। অপরদিকে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments