হে মাহে রমজান
স্বাগত হে মাহে রমজান
সারা বছরের তুমি এক প্রাণ,
তোমায় নিয়ে স্বপ্ন দেখে
নিখিল বিশ্বে মুমিন মুসলমান।
হে রমাদান তোমারই আগমনে
হৃদয়ে জাগে শিহরণ,
হে মাহে রমাদান তোমাকে
পেতে মুসলিম করে পণ।
হে মাহে রমাদান
তুমি মুমিনের বসন্তকাল,
তোমার রহমতের বাতাসে
পেয়ে থাকি নতুন ফুলের সকাল।
হে মাহে রমাদান
তুমি মুমিনের ঘুম বিহীন এক-একটি রাত,
হে মাহে রমাদান
তোমার কাছে খোঁজে পাই মাগফিরাত।
হে মাহে রমাদান
তুমি মুমিনের হৃদয়েতে খুশির জোয়ার,
তোমার আগমনে খুলে যায়
নাযাতের সকল দোয়ার।
লেখক পরিচিতি-
মোঃ আবিদ হাসান শেখময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা ২নং বৈলর ইউনিয়ন এর ২ নং ওয়াড কাজির শিমলা দুলাল বাড়ি গ্রামে জন্ম