আন্তর্জাতিক সংবাদ

হারবিন এশিয়ান শীতকালীন গেমস সবার প্রশংসা কুড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের সর্ববৃহৎ ও সর্বাধিক অংশগ্রহণকারী এশিয়ান শীতকালীন গেমস হিসেবে, হারবিনে অনুষ্ঠিত নবম এশিয়ান শীতকালীন গেমস সকল পক্ষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, গত (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, নবম হারবিন এশিয়ান শীতকালীন গেমস সফলভাবে সমাপ্ত হতে চলেছে, তবে ‘বরফ ও তুষারের সাধারণ স্বপ্ন, এশিয়ার সাধারণ হৃদয়’-এর শিখা কখনও নিভে যাবে না; শান্তি, উন্নয়ন ও বন্ধুত্বের সাধারণ আকাঙ্ক্ষা ও সাধনা অব্যাহত থাকবে এবং এশিয়ান শীতকালীন গেমস ইতিহাসে একটি গভীর ‘হারবিন চিহ্ন’ রেখে যাবে।

মুখপাত্র বলেন, এবারের এশিয়ান শীতকালীন গেমসে, কম্বোডিয়া, সৌদি আরবের মতো দেশ প্রথমবারের মতো অংশগ্রহণের করেছে। ফলে, বরফ ও তুষার ক্রীড়া কেবল উচ্চ-অক্ষাংশের দেশগুলোতে সীমাবদ্ধ নেই। বরফ ও তুষার অর্থনীতিও একটি নতুন প্রবৃদ্ধির নিয়ামক হয়ে উঠছে।
তিনি বলেন, ৩৪টি দেশ ও অঞ্চলের ১,২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ হারবিনে জড়ো হয়েছিলেন, যা এশিয়ান বরফ ও তুষার ক্রীড়া পরিবারকে আরও প্রসারিত করেছে এবং এশিয়ান ঐক্য ও বন্ধুত্বের মূল প্রতিপাদ্যকে আরও জোরালো করেছে।

মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক অলিম্পিক উদ্দেশ্যের ধারাবাহিক উন্নয়নকে উৎসাহিত করতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে বৃহত্তর অবদান রাখতে, চীন এশীয় দেশগুলো এবং আন্তর্জাতিক সমাজের সাথে কাজ করে যেতে ইচ্ছুক।

সূত্র: জিনিয়া-আলিম-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments