সাহিত্য আসর

“স্বার্থন্বেষী”

কলমে কালি আছে যতক্ষণ, লেখা যায় তো অনেক কিছু।
ফুরিয়ে গেলে, ছাড়ো তবে, কেন তার পিছু ।
ধরায় তুমি আস্ত কলম, তুমি লেখনি।
তোমাতে রয় সর্ব জনের অনুনয়, বিনয়,
আরো কতকিছু।

তোমাতেই তোমার কর্ম ক্ষমতা,
তোমাতেই তোমার সকল ব্যস্ততা।
যতক্ষণ ভাবো তুমি, নিজেকে নিয়ে।
তুমি সিংহ পুরুষ, জনতার, ভবপুরের দেশে।

তোমাতে নিয়ে লেখা হয়, অনেক কিছু,
যতক্ষণ তুমি ক্ষমতায়।
ভুল ত্রুটি, মার্জনীয় তখন, যতক্ষণ ক্ষমতায়।

ক্ষমতা তোমার ফুরিয়ে গেলে,
কলমের মত তোমায় ও ফেলে দিবে।
ভাবিও কিছুক্ষণ,অনুঃকম্পা, নিয়ে।

এই জগতে এসেছেন কত, বিদ্বান, অনুরাগী।
যতক্ষণ তারা দিতে পেরেছেন,।
ততক্ষণ তারা হয়েছেন সর্বজন পূজারী।

আজি মনে হয়, তাদের যে হয়েছে ক্ষয়।
স্বার্থ অন্বেষী, বঙ্গ দরিয়ায়।

কত জ্ঞানী কতগুণী, লাইন টেনে টেনে,
তাদের এই ভুল খুজিতেছে।
ইতিহাসের পাতা থেকে।

কবিতার ভাষায় বলবো কত আর,
স্বার্থ অন্বেষী বঙ্গ দরিয়ার, কল্যাণকামীদের।

যারা আজ খুঁজে স্বাধীনতা, মানে খুঁজে স্বাধীনতার।
যদি না হতো স্বাধীন তবে, কার কাছে চাহি তো এই স্বাধীনতা।

উত্তর পাবো কি,?

 

লেখক পরিচিতি- কাজী শিবলী সাদিক, ১৯৮৫ সালের পহেলা জানুয়ারি ফেনী জেলা,ফেনী থানার অন্তর্গত, বালুয়া চৌমূহনীর মোহাম্মদপুর কাজী বাড়ির সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, পিতার নাম কাজী শহিদ উল্লাহ। এবং মাতার নাম রেজিয়া আক্তার ভূঁইয়া, তিন ভাই বোনের মধ্যে, তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকে, নিজস্ব ভাব গাম্ভীযে,কবিতা গান প্রেক্ষাপট, নিয়ে লিখা তার চিরচরিত অভ্যাস। পড়ালেখা, কবি ২০০১ সালের মাধ্যমিক পরীক্ষায় ধলিয়া উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ, ফেনী পাবলিক কলেজ থেকে , এইচএসসি, ও ফেনী সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেন। এরপর কর্ম জীবনের, তাগিদে, চট্টগ্রাম কালুরঘাট ম্যাটস্ থেকে ডি এম এফ ডিগ্রী অর্জন করেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments