স্বাধীন মাতৃভূমি
স্বাধীন মাতৃভূমি মোদের জন্মভূমি
কতই বা যুদ্ধ কতই বা রক্ত;
তবুও জীবন বিনিময়ে অর্জিত
মোদের স্বাধীন মাতৃভূমি।
স্বাধীন মাতৃভূমি যুদ্ধে হতাহত—
মানুষের অজস্ত্র নৃশংস প্রতিচ্ছবি।
অটুট বন্ধনে রক্তাক্ষরে স্বাধীন মাতৃভূমি—
রক্ত সবুজে উদীয়পতাকা বিশ্বের মানচিত্রে।
হতাহতদের স্মরণে প্রতিবছর সহস্র শ্রদ্ধাঞ্জলী—
ফুলে ভরে যায় স্মৃতিস্তম্ভ সমাহিত বেদিতে।
শহীদ মিনারে ফুলে ও ভাষা স্মৃতির জলসা—
মরিয়াও অবিস্মরণীয় এ মহাবিশ্বের মানচিত্রে।
আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন মাতৃভূমি;
তারা অবিনশ্বর অবিস্মরণীয় পৃথিবীর ইতিহাসে।
দেশ-মাটি মানুষের হৃদয়ে থাকবে ইতিহাসে—
মোদের স্বাধীন মাতৃভূমি আমারই জন্মভূমি বাংলাদেশ।
—মো. মনজুরুল ইসলাম (মনজু); ঘুনিপাড়া, নাগরপুর, টাংগাইল।
[বি.দ্র. : প্রথম প্রকাশ : মাসিক জাতির আলো, ডিসেম্বর ২০১৩; দ্বিতীয় প্রকাশ : বুলেটিন নিউজ ২৪.কম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪]