সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় একুশের সাংস্কৃতিক উৎসব
নিজস্ব প্রতিবেদক : আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। দিনটি উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হয় ৮ দিনব্যাপী ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’। আজ ৭ম দিনে বিকালের আয়োজনে পরিবেশিত হয়েছে একুশের গান, নৃত্য ও আবৃত্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে চলা ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’ আগামিকাল শেষ হবে।
অমর একুশে বই মেলায় আগত দর্শক উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’।
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘ফেব্রুয়ারী কোটি মানুষের’, নৃত্য পরিবেশন করে নন্দনকলা কেন্দ্র নৃত্যদল এবং নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক এম আর ওয়াসেক। এরপর পরিবেশিত হয় একক সংগীত ‘বাংলা আমার বাংলা ভাষা’ ও ‘এই মাটি আমার ভাইয়ের রক্তে আঁকা মায়েরি কান্না মাখা’, সংগীত পরিবেশন করেন মিরাজ মেহেদী। এরপর কবিতা আবৃত্তি করেন আহকাম উল্লাহ। এরপর সমবেত নৃত্য ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’ পরিবেশন করে নবরস নৃত্যদল এবং নৃত্য পরিচালনা করেন সৈয়দা শামছি আরা সায়কা। এরপর শিল্পী বিশ্বাস পরিবেশন করেন একক সংগীত ‘পলাশের পাপড়ীতে একুশের গান’ ও ‘সব কটা জানালা খুলে দাও না’। এরপর ‘আজকের গান একুশের গান’ ও ‘আমি বাংলার গান গাই’ একক সংগীত পরিবেশন করেন শৌভিক পাল। এরপর নন্দনকলা কেন্দ্র নৃত্যদল পরিবেশন করেন সমবেত নৃত্য ‘মিলিত প্রাণের কলরবে’, নৃত্য পরিচালনা করেন এম আর ওয়াসেক। এরপর কবিতা আবৃত্তি করেন গোলাম সারোয়ার। এরপর এ এফ এম ওমর আল-ফারুক এজাজ পরিবেশন করেন একক সংগীত ‘কোন কথা বলোনা বন্ধু ভেজা চোখ মুছে নাও’ ও ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সোনা’। সবশেষ নবরস নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘একুশের চেতনায় বাংলাকে ভালোবাসি’ , নৃত্য পরিচালনা করেন সৈয়দা শামছি আরা সায়কা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ বিপ্লব ও তামান্না তিথি।