সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
আবু বক্কর সিদ্দিক, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতীককৃতি ও শহীদ বেদিতে পৃথকভাবে পুষ্পমাল্যার্পণ, বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচ-কাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ। সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার শ্বেত পায়রা ও বেলুন উড়ানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম (বিপিএম), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দ।