সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে হত্যায় যুবক গ্রেপ্তার: রহস্য উদঘাটন
আবু বক্কর সিদ্দিক, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব-ছাপড়হাটী মৌজাস্থ মানসনদীর ধরে ধানক্ষেতে আউয়াল ইসলাম শুভ (২৩) নামে যুবককে হত্যায় জড়িত নীলবাবু চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) গাজীপুর জেলার বাসনখানা সাদুরবাজার এলাকা থেকে নীলবাবুকে গ্রেপ্তার পূর্বক ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন পূর্বক তার দেয়া তথ্যমতে জড়িত আপরজনের বাড়ি থেকে হত্যাকান্ডের অন্যান্য আলামত জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম (বিপিএম) জানান, বুধবার (২০ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামী নীলবাবু চন্দ্র দাসকে আদালকে পাঠানো হয়েছে। এরআগে তথ্য প্রযুক্তি বিশ্লেষনের মাধ্যমে নীলবাবুকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন করা হয়। গত বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে জুয়ার টাকা দেয়ার প্রলোভনে পরিকল্পিতভাবে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী আউয়াল ইসলাম শুভকে উক্ত স্থানে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে খুনীরা। পরদিন থানার এসআই সৈয়দ মামুন হক নিহত শুভর লাশ উদ্ধার করে। এ ঘটনায় শুভর বাবা জেলা সদরের মৌজা মালিবাড়ি গ্রামের হাফিজার রহমান থানায় হত্যা মামলা করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে বলে জানা গেছে।