সুন্দরগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস বিরতির দাবী
আবু বক্কর সিদ্দিক, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস’র যাত্রা বিরতি দাবীতে গণ-অবস্থান ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১২মার্চ) রাতে রেলওয়ে স্টেশন চত্বরে স্বত:স্ফুর্তভাবে এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সদস্য রানু মিয়া, ইউনিয়ন আ’লীগের সভাপতি শমেস উদ্দিন বাবু, সাবেক সভাপতি মজনু হিরো, সাংগঠনিক সম্পাদক এমএ আউয়াল কবীর, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু রাম রায়, যুবলীগ নেতা স্বপন রাম রায়, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লিবন মিয়া, মোশাররফ হোসেন সঞ্চয়, রাসেল মিয়া, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান হাবীব, জয়ন্ত সাহা যতন প্রমূখ।
এ সময় বক্তারা দাবী জানিয়ে বলেন- সদ্য চালু হওয়া লালমনিহাটের বুড়িমারী-ঢাকা (কমলাপুর) চলাচলরত বুড়িমারী এক্সপ্রেসটি অবিলম্বে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।