বুলেটিন নিউজমফস্বল সংবাদ

সুন্দরগঞ্জে চলছে বে-পরোয়াভাবে মাদকের কারবার

আবু বক্কর সিদ্দিক, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই বে-পরোয়াভাবে চলছে মাদক কারবারী।
জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, রাস্তা-ঘাটসহ সর্বত্রই চলছে বে-পরোয়াভাবে মাদকের কারবার। অর্থ যোগাতে ছিনতাই, চাঁদাবাজীসহ সহজ-সরল মানুষের ক্ষতি ও হয়রানী করছে সংঘবদ্ধ মাদক কারবারীরা। বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ দৃশ্য পৌর শহরে অবস্থিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারী কলেজ, মহিলা ডিগ্রী মহা-বিদ্যালয়, আব্দুল মজিদ সরকারী বালক, আমিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, ডাকবাংলো, বামনডাঙ্গা ইউনিয়নের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, রেলওয়ে কলোনীসহ গণসংযোগস্থল ও এর আশপাশের ঝোপঝাড়, মনমথ কুঠিপাড়া ও রংপুরের মিঠাপুকুর উপজেলার এমাদপুরের সীমান্তবর্তী ঘাঘটনদীর ধারে, নগরকাঠগড়া বাজার ও বাজার অদূরে ব্রীজ এলাকা। এছাড়া, শোভাগঞ্জ বাজারকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপ-স্বাস্থ্য কেন্দ্র, গরুহাটী, মন্ডলেরহাট, মাঠেরহাট, ছমিরের বাজার এলাকা, চৌ-মোহনী, বেলকা ডিগ্রী কলেজ, হাই স্কুল, স্বাস্থ্য ক্লিনিক, বাজার, খেলারমাঠ, তিস্তা নদীরচর, ধর্মপুর, বোয়ালী আদর্শবাজার, সখের বাজার, চন্ডিপুর, পাঁচপীর, কছিমবাজার, বড়ুয়ারহাট, চেংমারী, মজুমদারহাট, ডোমেরহাট, গণশারহাট, ঝিনিয়াবাজার, ধাপাচিলা, আনন্দবাজার, বোলজান, মহিলাবাজার, চৈতন্যবাজার, কালীরপাট, গঙ্গারহাট, হরিপুর খেঁয়াঘাট, কাশিমবাজারসহ বিভিন্ন গ্রামীণ সড়কের মোড়গুলোতে বিকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেলযোগে সংঘঠিত হয়ে মাদকদ্রব্য সেবন, বেচা-কেনা করে স্থান ত্যাগ ও সংগঠিত হবার যাতায়াতে পথচারীদের মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকা ছিনতাইয়ের করে থাকে জড়িতরা। বিভিন্ন গণসংযোগস্হলগুলোতে বসবাসরত রবিদাস, ডোম তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রস্তুতকৃত চুয়ানী, বাংলামদের সরবরাহ ও সেবনে জড়িয়ে পড়ছে যুবসহ নানা বয়সের লোকজন।
সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারী কলেজের মাদক কারবারী বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্টাফ জানান, বসত-বাড়ির লোকজনের যাতায়াতের সুবিধার জন্য প্রত্যহ রাত পর্যন্ত গেইট খোলা থাকার সুযোগে বহিরাগত মাদক কারবারীরা এ ঘটনা ঘটাচ্ছে। বিষয়টি জানা থাকলেও বলার সাহস নেই।
কলেজের অধ্যক্ষ একেএম হাবিব সরকার জানান, এতদিন বিষয়টি জানা ছিল না। এখন থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments