বুলেটিন নিউজমফস্বল সংবাদ

সুন্দরগঞ্জে এসএমসি’র এ্যাডভোকেসি সভা

আবু বক্কর সিদ্দিক, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসএমসি’র কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সচেতন সোসাইটির বাস্তবায়নে ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএসসি) সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সায়্যিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়ছার, সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আমিনুল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ্, শামসুল হুদা, কনক কুমার গোস্বামী, মোজহারুল ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, মেহেদী মোস্তফা মাসুম, প্রেস ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, এনজিও প্রতিনিধি ডলী সুলতানা, প্রমুখ।
এসময় মাতৃ-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও কিশোর-কিশোরীদের বয়ঃন্ধিকালে করণীয় ও মাদকাশক্তির কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন সচেতন সোসাইটির রংপুর ও গাইবান্ধা জেলা ম্যানেজার সাদ্দাম হোসেন, উপজেলা সুপারভাইজার শাহনাজ পারভীনসহ বিভিন্ন পদস্থ আরফিনা আক্তার, আঁখি আক্তার, মেনেকা আক্তার (মুন্নী), মাহবুবা খাতুন ও মোর্শেদা আক্তার নাহীদ।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments