“সুখের কলি ফুটে থাক”
ফাগুন এলো ফুটলো বাগে
রংবেরঙের নানা ফুল,
ফুলে-ফুলে ভরলো আজি
চিত্রা নদীর দুটি কূল।
পলাশ,শিমুল,কৃষ্ণচূড়ার_
গাছ ভরেছে ফুলে আজ,
সখা-সখী আয় রে ছুটে
চিত্রার তীরে, দেখবি সাজ।
কোকিলের ওই কূহু সুরে
মুখরিত চিত্রার তীর,
মাঝিরা সব সূদুর হারায়
ঢেউয়ে ঢেউয়ে দুলছে নীর।
শত পাখির কিচিরমিচির
এ যেন এক নতুন দিন,
বসন্তের এই রাঙা দিনে
বাজাও সবে খুশির বীন।
অতীত যত দঃখ ব্যথা
এই ফাগুনে মুছে যাক,
সতেজ হয়ে হৃদয় বনে
সুখের কলি ফুটে থাক।
কবি পরিচিতি-
নাম-গাজী জিয়াউর রহমান
জন্ম -১০-০১-১৯৯৬ইং
পিতা-আশরাফ আলী
মাতা -রাবেয়া বেগম
ঠিকানা-যশোর জেলা,বাঘার পাড়া, মাহমুদ পুর গ্রাম
শিক্ষাগত যোগ্যতা -এম. এস.এস(মাষ্টার্স)অর্থনীতি
যশোর এম এম কলেজ
পাশের সন-২০১৮ ইং
পেশা- চিকিৎসক।