সিরাজগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কায়েস কাওছার, সিরাজগঞ্জ : ঐক্য অধিকার মুক্তি ও শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে আজ ৯ই মে (বৃহস্পতিবার) বিকেলে মবুপুর বাজারে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ঐক্য ও সংগ্রামে ৪ বছর উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সোহরাওয়ার্দী হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: নাঈম উদ্দিন সিরাজী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকার।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মো: শফিকুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সাইদুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি,আল আমিন। বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি, মো: শফি উদ্দিন। বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা সদস্য আশরাফুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ বেলকুচি উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক কালাম সহ আরও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা সভাপতি বলেন, খেটে খাওয়া মানুষ দিনমজুর বিশেষ করে শ্রমিকদের ন্যায্য মূল্য পরিশোধ সহ তাদের সকল অধিকার প্রতিষ্ঠা করতে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।