আন্তর্জাতিক সংবাদ

সিএমজি’র বসন্ত উৎসব আফ্রিকায় চীনা প্রবাসীদের ব্যাপক প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের আসন্ন সর্পবর্ষে সিএমজি’র বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিও আফ্রিকার ২১টি দেশের ১৩২৩টি স্ক্রিনে প্রচারিত হয়েছে। চিত্তাকর্ষক ভিডিওটি আফ্রিকান জনগণ এবং আফ্রিকায় চীনা বংশোদ্ভূত ও প্রবাসী চীনাদের ব্যাপক প্রশংসা পেয়েছে।

স্থানীয় সময় ১৭ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কেপটাউন ও ডারবানের বহু সিনেমা হলে প্রথমবারের মতো প্রচারমূলক ভিডিওটি প্রচার করা হয়।
জুলিয়াস নাইরেরে হলো তানজানিয়ার বৃহত্তম শহর দার এস সালামের আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে বিভিন্ন এলাকার ইলেক্ট্রনিক স্ক্রিনে সিএমজি’র বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিও অব্যাহতভাবে প্রচার করা হয়।

এ ছাড়া কেনিয়ার রাজধানী নাইরোবির বিভিন্ন ব্যবসায়িক এলাকার ৯২৮টি বড় স্ক্রিনে সিএমজি’র বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিও প্রদর্শিত হয়। টাটকা ছবি ও গভীর নববর্ষের স্বাদ মিলিয়ে লাল রঙে সজ্জিত পুরো শহরটি আনন্দদায়ক পরিবেশে দেখিয়ে অসংখ্যা দেশি-বিদেশির দৃষ্টি আকর্ষণ করে।

বেইজিং সময় ২৫ জানুয়ারি রাত ১১টা পর্যন্ত, সিএমজি’র বসন্ত উৎসব গালার প্রচারমূলক চলচ্চিত্র আফ্রিকার ইথিওপিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, মরিশাস ও অ্যাঙ্গোলাসহ ২১টি দেশে একযোগে প্রচারিত হয়েছে।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments