বসন্ত এসেছে
বসন্ত এসেছে এই ধয়ায়
ফুটেছে ফুল থোকায়,থোকায়
চারিদিকে সুরভিত করছে হাওয়ায়
মেতেছে সবাই নতুন মায়ায়।
গাছে গাছে দুলছে ফুল
হাঁসছে মিটিমিটি হাওয়ায়।
কবি বসে বসে ভাবছে
বসন্তের ফুলে মৌমাছি উড়ছে।
পাখিরা সব ডানা মেলে
নতুন নীড় খুজতে সবে।
চারিদিকে সুরভিত করছে ফুলে
মৌমাছিরা মধু সংগ্রহ করছে।
পাখিরা গুন গুনিয়ে বলছে
বসন্ত এসে গেছে ধরায়
গাছে নতুন পাতা ফুটছে
ঋতুর রাজা বসন্ত এসেছে।
কবি বসে তার ভাবনায়,
কবিতা লিখছে।
কবি পরিচিতি : কবি এস,এম জাকারিয়া হোসাইন(রাজ) ২৯ নভেম্বর ২০০৩ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নে এক আদর্শ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ব্যাবসায়ি মা গৃহিণী। ছোট বেলা থেকে সাহিত্য অনুরাগী। তার লেখা ছোট গল্প ছড়া ও কবিতা মাসিক, সপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করেন। কবি অসখ্য সাহিত্য পুরষ্কার অর্জন করেছেন। বর্তমান তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।