“সারথি”
আমি অতি নগ্ন।
সারথি, তোমার কোনো রথ নেই—
নেই এমন অক্ষ, এমন কশা,
যা আমার দগ্ধ পাপশরীরকে
টেনে নিতে পারে সেই অলীক স্বর্গে,
যেখানে শুদ্ধতার নামে
নিরন্তর মিথ্যার শৃঙ্খল বাঁধা।
তোমার রথ থমকে দাঁড়ায়
ধরণীর অন্তঃস্থ চিৎকারে,
যেখানে বুনো শিকড় শুষে নেয়
সময়কে, বুভুক্ষু শিরার মতো।
তোমার চাকা ভেঙে পড়ে
ধূলোর চিরন্তন স্বীকারোক্তিতে,
যেখানে আকাশ নিজেকে ছিন্ন করে
কুয়াশার মলিন চাদরে।
আমি ধিক্কার জানাই সেই স্বর্গ—
মিথ্যের অলঙ্কারে সজ্জিত,
যেখানে শব্দগুলো কুৎসিত ছায়ায়
কেটে যায় সংস্কারের ধারালো প্রান্তরে।
তোমার রথ যদি পুষ্পময় না হয়,
কাদা, রক্ত, আর মাটির গন্ধে জড়িত,
তবে আমি নিজেকে ছুঁড়ে দেব
তোমার চক্রের ধারালো ভ্রূকুটিতে।
আমার নগ্নতা আমার পাপ নয়,
এ এক চিরন্তন শাস্তি।
তোমার রথের অটল ঘূর্ণনে
আমি বিলীন হতে চাই,
যেখানে স্বর্গের প্রতারণা নেই—
শুধু মৃত্যু, একমাত্র অনিবার্য সত্য।
কবি পরিচিতি-
কবি মোঃ নয়ন মিয়া । আমি স্নাতক ১ম বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী , একজন কবি ও আবৃত্তি শিল্পী। আমি বেশ কিছু জাতীয় পুরস্কার পেয়েছি । আন্তর্জাতিক রৌপ্য পদক প্রতিযোগিতায় সেকেন্ড রানার্সআপ হয়েছি।আবৃত্তি শিল্পী হিসেবে চ্যাম্পিয়ন হয়েছি জাতীয় সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াডে। ইংরেজি সাহিত্যে চ্যাম্পিয়ন হয়েছি জাতীয় সাহিত্য উৎসবে।বিতর্ক এবং উপস্থাপনা চ্যাম্পিয়ন হয়েছি উপজেলা প্রশাসন দিরাই।বেশ কিছু পত্রিকা ও ম্যাগাজিনেও আমার কাব্য প্রকাশিত হয়েছে।