“সাজ”
হে নারী,স্বামীর জন্য সাজ করো গো
অন্যের জন্য করো না,
জেনেশুনে ঝাঁপ দিয়ে তুমি এই ভবে
আগুনে পুড়ে মরো না।
আল্লাহর পরে স্বামী তোমার
মূর্খ বুঝ না তুমি,
চলফেরা না করলে স্বামীর হুকুমে
কবরের সাপ ভূমি।
স্বামীর কথা যদি না শুনো তুমি
হইবো ভীষণ ভুল,
চিরদিন জাহান্নামে কাটবে তোমার
হারাবে সব কূল।
এসো আল্লাহর ছায়াতলে তুমি
মা ফাতিমার মত হও,
স্বামীকে ভালোবেসে খুশি করে
আরশের নিচে রও।
কবি পরিচিতি –জামান আহাম্মাদ আয়শা
পিতা মৃত -আইউব আলী
মাতা মোসাম্মাদ-আম্বিয়া বেগম
কবির স্ত্রী -আয়শা জামান হানি
কবির কন্যা-আফিয়া জামান হুমায়রা
কবির বড় ভাই -মোঃ দেলোয়ার হোসেন ব্যবসায়ী
বড় বোন-মোসাস্মাদ-নাসিমা আক্তার গৃহিণী
কবির ছোট বোন-মুনিয়া তপন শিক্ষক
কবির ২০২৪সালে বই মেলায় যৌথ কাব্যগ্রন্হ প্রকাশিত হয়, হৃদয়ে কষ্ট কবির কবিতায়
এবং মাসিক মৌমাছি এবং তিনি তৈমাসিক বুননের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি নিয়মিত অনলাইন ওঅফলাইনে লেখালেখি করছে। আল্লাহর রহমতে যতদিন ভবে বেঁচে রইবেন লেখালেখিতে লেগে থাকবেন। ইনশাআল্লাহ
জন্মস্হান- ৬২০ হুমায়রা জামান পল্লী, কুর্শ্বাখালী, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
স্হায়ী ঠিকানা -৬২০হুমায়রা জামান পল্লী, রাজশাহী। মোবাইল নম্বর-০১৭৭৭_৮৫৪২৬১