“শেষ বিকেল”
দিনের শেষে শেষ বিকেলের বেলাতে
মন ভেসে যায় সাঙ্গু নদীর তীরে,
নীরব লাগে প্রকৃতির অপরুপ ছোঁয়া
মন ভুলে যায় প্রকৃতি রুপের নীড়ে।
সাঙ্গু নদী স্রেতের বুকে ভেসে যায়
মন ভেলার মত ভেসে,
নিঃসঙ্গতা শালিকের পাখির মত
শুধু লক্ষ তারা গুনি আকাশে।
সাঙ্গু নদীর পানি শুকিয়ে যায়
হারিয়ে যায় মন সাগরের মাঝে,
বিষন্নতা লাগে একাকীত্ব প্রহরে
অব্যত্ত মনের বাসনা নদীর রুপ বুঝে।
নিঃশব্দে দাঁড়িয়ে দেখেছি প্রকৃতির রুপ
এঁকেছি হৃদয়ে তোমার ছবি,
জুড়ে আছে হাজার ও শব্দ,স্মৃতিময়
তবুও শব্দহীন ভাবে ভাবি।
কাগজের কলমে আঁকা রুপ নয় এই
এই সাঙ্গু নদী প্রকৃতির দৃশ্য,
অদৃশ্য রুপে মিশে আছ কত রুপে ধন
দেখে মনে হয় সত্যিই অবিশ্বাস্য।
প্রশ্ম জাগে মনে দেখা হবে কি
এই গোধুলীর শেষ বিকেলে?
ঋতু বলে দেয় মনে দেখা হবে একদিন
কোন এক বসন্ত কালে।
লেখক পরিচিতি- নাম:বিশম এিপুরা,মায়ের নাম:বাইখতি এিপুরা,পিতার নাম:সিগহা এিপুরা,গ্রামের নাম:ছোট মদক রুংসোলা পাড়া ০১ নং রেমাক্রী ০৭ নং ওয়ার্ড,থানা:থানচি,জেলা:বান্দরবান।বর্তমানে আমি বি,এ ডিগ্রি শেষ করেছি এবং লেখালেখি পাশাপাশি সরকারি শিক্ষকতা চাকরি করি।