শিক্ষাঙ্গণ

শিক্ষা সংক্রান্ত কয়েকটি বাণী

১। শিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ।

২। শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল সুমিষ্ঠ।

৩। মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম চারটিকে প্ররোচিত করে।

৪। একমাত্র শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতিকে উন্নত করা যেতে পারে।

৫। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।

৬। শিক্ষা মানুয়ের জীবনের মূল চালিকা শক্তি।

৭। শিক্ষকবৃন্দ জাতি গড়ার নিপুন কারিগর।

৮। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।

৯। শিক্ষা মানুষের দিগন্তকে প্রসারিত করে।

১০। শিক্ষাই ঐক্য, শিক্ষাই মুক্তি।

১১। কেবল শিক্ষাই পারে দেশকে দারিদ্র মুক্ত করতে।

১২। শিক্ষা মানুষকে সকল অবস্থায় সহনশীল হতে শিখায়।

১৩। শিক্ষা হচ্ছে ধনাগার ও সংস্কৃতি হচ্ছে এর প্রকাশ, যার মৃত্যু নেই।

১৪। দেশের শিক্ষা বিভাগ সুসংগঠিত ও সফল হলে অন্য সকল বিভাগ সহজেই সফল হবে।

১৫। শিক্ষা যিনি দান করেন তিনি আলোকিত মানুষ, কাজটি তার জীবনকে আলোকিত করে।

১৬।ইকরা বিসমিকাল্লাজী খালাক- পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

১৭। শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও।

১৮। শিক্ষা সুযোগ নয়, অধিকার, শিক্ষার আলো ঘরে ঘরে জালো।

১৯। শিক্ষাই শক্তি, জ্ঞানই আলো, শিক্ষাই জাতির মেরুদন্ড।

২০। মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।

২১। দেশকে গড়তে হলে প্রথমে নিজেকে শিক্ষিত করতে হবে।

২২। স্বশিক্ষিত জন মানেই সুশিক্ষিত।

২৩। দোলনা থেকে কবর পযর্ন্ত শিক্ষা অর্জন কর।

২৪। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।

২৫। শিক্ষা ও জ্ঞানের আলো ব্যতীত কুসংস্কারের অন্ধকার দুর করা সম্ভব নয়।

২৬। একটি ভালো বই হলো বর্তমান ও ভবিষ্যতের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।

২৭। একমাত্র শিক্ষাই জাতীয় ও সামাজিক সমস্যা গুলোর স্থায়ী সমাধান করতে পারে।

২৮। শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পূর্ণতা আসে।

২৯। স্কুল তৈরীর মত মহৎ আর কল্যানকর কাজ দ্বিতীয়টি নেই।

৩০। তুমি প্রতিদিন ৫ ঘন্টা পড়ো, তবেই তুমি জ্ঞানী হবে।

৩১। বই হোক নিত্য সঙ্গী, পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলো।

৩২। বিদ্যা যত দান করা যায় তা তত বৃদ্ধি পায়।

৩৩। শিক্ষকের উপরই জাতির ভবিষ্যৎ। কাজেই এত বড় জাতীয় দায়িত্বকে অবহেলা করা উচিত নয়। [সংগ্রহ : অনলাইন]

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments