সাহিত্য আসর

“শখের পুরুষ”

 

না ফুটফুটে সাদা তা নয়
ওই তো ঈষৎ কালো,
ডাগর চোখে কৃষ্ণ কোটর
ধ্রুব-তারার আলো।

হোক’ না শূন্য হোক’না- রিক্ত
তবুও শখের পুরুষ,
আমার চোখের প্রথম দেখা
পৃথ্বের সেরা মানুষ।

যাই তাই বলুক মানসে তারে
উষ্ক-খুষ্ক- চুলে,
আমি যারে- রাখি আমার
নয়ন ফোঁটা ফুলে।

সেই পুরুষ’টা অন্যের হলে
বুকটা খাঁ খাঁ করে,
যৌবনিকা কেঁদে মরে
ধুকধুকানি- জ্বরে।

হ্যাঁ এ আমার শখের পুরুষ
হোক’না যতই বোকা,
মগজ জুড়ে সেই যে আমার
তৃষ্ণা তিথির পোকা।

ভালো বাসুক নাই বা বাসুক
তবুও অরুণ- সূর্য,
তার জন্য মোর সংরক্ষিত
অফুরন্ত – ধৈর্য্য।

অক্ষি তারায় শখের পুরুষ
বিশ্বের বিষ্ময় আয়না,
তারে কি আর যায়’রে ভোলা
করলে ভোলার বায়না।

 

কবি পরিচিতি-
কবি শামীমা আক্তার,বাবা- আসলাম খান(নুরুল ইসলাম), মা- ছাহেরা খাতুনের স্নেহধন্য। ২৪-১০-১৯৮৬ ইং তারিখে,তিনি মানিকগঞ্জ জেলা,সিংগাইর উপজেলা, জয়মন্টপ ইউনিয়নে অন্তর্গত রায়দক্ষিন গ্রামে সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। শ্যামলি আইডিয়াল মেডিকেল ইনস্টিটিউট থেকে “ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন” অর্জন করে-, “স্বভাব কবি” চাকুরি ও লেখালেখির মাঝে মগ্ন থাকেন। হাসিরা মেঘের আড়ালে, বিরহী ফাগুনের কবিতা, যে কথা হয়নি বলা, শব্দ শ্রমিকের কাব্য যৌথ কাব্য গ্রন্থে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments