বিনোদনমফস্বল সংবাদস্থানীয় সংবাদ

রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী’র সম্প্রীতি সমারোহ অনুষ্ঠিত হবে কুয়াকাটা সমুদ্র সৈকতে

বিনোদন প্রতিবেদক : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় ১৭-১৮ জানুয়ারি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী’র সম্প্রীতি সমারোহ”। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ডিসি পার্ক স্কয়ারে প্রতিদিন বিকেল ৪ টা থেকে আয়োজন চলবে।

রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী’র সম্প্রীতি সমারোহ আয়োজনে ১৭ জানুয়ারি বিকেল ৫ টায়-রাখাইন মার্কেট মাঠ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত জিরো পয়েন্ট পর্যন্ত সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত হবে। বিকাল ৫:৪৫ মিনিটে সম্প্রীতির মেলবন্ধন ও দেশের সার্বিক মঙ্গল কামনায় ফানুস উড়ানো হবে।

সন্ধ্যা ৬:৩০ মিনিটে আলোচনা ও সম্প্রীতি সমারোহ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন; পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ; কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম এবং রাখাইন বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পটুয়াখালীর সভাপতি এমং তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে রাখাইন শিল্পীদল ছাড়াও বরগুনা, পটুয়াখালী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকবে। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে চাকমা, ত্রিপুরা, লুসাই প্রভৃতি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণ থাকবে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments