“রক্ত ঝরা প্রিয় ভূমি”
দ্রোহের আগুন জ্বলছে আছি
ফিলিস্তিনের প্রান্তরে,
করছে ধ্বংস মরছে মানব
বিশ্ব আছে চুপ করে।
ঈসরায়েলের আগ্রাসনে
ঝরছে আছি সহস্র প্রাণ,
ইহুদিদের কালো গৃহে
বন্দী হচ্ছে মুসলমান।
সন্ত্রাসীদের অস্ত্র দ্বারা
মৃত্যুপুরী ফিলিস্তিন,
কামান বোমা দেও উড়িয়ে
মুক্ত করো পাক যমিন।
বাঁচাও গাজা প্রাণের আকসা
অস্ত্র ধরো মুসলমান,
সন্ত্রাসীরা তখন এক হয়ে দেয়
জঙ্গিবাদের স্লোগান।
ভোগবিলাসী আরব ক্রান্টি
এই কি ছিল তোমার শান?
এখনই পারো রক্ষা করতে
ফিলিস্তিনের মাল ও জান।
হামাস যুদ্ধা অগ্রসর হও
আল্লাহ তোমাদের সাথে,
মানবতা আজ মজলুম হয়ে
নিরবে নিরবে কাঁদে।
অশ্রু ঝরা প্রিয় ভূমি
বিজয় করবে যারা,
হামাস মুজাহিদদের যুদ্ধ দেখে
বিশ্ব মাতহারা।
তোমাদেরই চির বিজয়
লক্ষ মানুষের আশা,
লাল সবুজের প্রান্ত হতে
রইলো ভালবাসা।
লেখক পরিচিতি-
নামঃ মাওঃ আব্দুশ শুকুর
পিতাঃ আনোয়ার হুসাইন
থানাঃ জৈন্তাপুর
জেলাঃ সিলেট
পড়াশোনাঃ দাওরা হাদিস ( মাস্টার্স)
পেশাঃ শিক্ষকতা
দারুল হাদিস মাদরাসা সারীঘাট জৈন্তাপুর।