যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : বোআও ফোরামে চীনা উপ-প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ২৭শে মার্চ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের উপ-প্রধানমন্ত্রী তিং শুয়েই সিয়াং গত (বৃহস্পতিবার) সকালে চীনের হাইনান প্রদেশের বোআওতে ‘বোআও এশিয়া ফোরাম ২০২৫’-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বক্তৃতা দিয়েছেন।
তিনি বলেন, চলতি বছর হল চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গঠনের দাবি উত্থাপনের দশম বার্ষিকী। বিভিন্ন পক্ষের যৌথ চেষ্টায়, এশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গঠন কাজ ফলপ্রসূ হয়েছে। যা বিশ্বের যৌথ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে, বিশ্বে অস্থিরতা ও অনিশ্চয়তার অনেক উপাদান রয়েছে। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন, যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, যৌথভাবে একটি এশীয় আবাসভূমি নির্মাণ করা এবং এশিয়া ও বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত তৈরির লক্ষ্যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।
তিং শুয়েই সিয়াং চারটি প্রস্তাব দিয়েছেন। প্রথমত, আস্থা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঐক্য ও সহযোগিতা জোরদার করা এবং আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত দিকে বিশ্বব্যাপী শাসনব্যবস্থা উন্নীত করা। দ্বিতীয়ত, উন্মুক্ততা ও একীকরণের মাধ্যমে অর্থনৈতিক বিশ্বায়ন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং সংযোগকে এগিয়ে নেওয়া। তৃতীয়ত, পারস্পরিকভাবে লাভজনক এবং জয়-জয় পরিস্থিতিতে সমৃদ্ধি ও উন্নয়নকে জোরদার করা এবং বিশ্ব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা। চতুর্থত, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা উচিত এবং সব দেশের মধ্যে ভাগাভাগির একটি নতুন পরিস্থিতি তৈরি করা উচিত।
তিনি জোর দিয়ে বলেন যে, চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার আরও সুসংহত হয়েছে। তিনি সব দেশের কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগ করা ও ব্যবসা করার জন্য, চীনের আধুনিকীকরণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং চীনের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করে নেওয়ার জন্য আন্তরিকভাবে স্বাগত জানান।
সূত্র : শুয়েই-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।