আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদবিনোদনবুলেটিন নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদক : সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-এর উদ্যোগে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব।

আজ ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব নিউইয়র্ক ২০২৪ উপলক্ষ্যে ‘ঢাকা সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। আরও উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, চলচ্চিত্র নির্মাতা রেশমী মিত্র এবং ভারতের সুপরিচিত বিনোদন সাংবাদিক শর্মিলা মাইতি।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস আহমেদ বলেন, বিশ্বজুড়ে বাংলা চলচ্চিত্র ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। ভাষার মাসে জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণ করতে চাই। আমরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের কাজের মাধ্যমে, বাংলা চলচ্চিত্রের মাধ্যমে।

সুচিত্রা সেনকে স্মরণ করে তিনি বলেন, সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের প্রতিটি অভিনয়শিল্পীর জন্য অনুপ্রেরণা। তার চলচ্চিত্রগুলো কালজয়ী, মনে হয় এখনো কোনো আধুনিক ছবিই দেখছি।

আয়োজক কমিটির পক্ষ থেকে নিউইয়র্ক থেকে এসেছেন উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী ও অভিনয়শিল্পী লুতফুন নাহান লতা, কানাডা থেকে এসেছেন উৎসবের আরেক উপদেষ্টা আরেক উপদেষ্টা দেশেবিদেশে টিভি চ্যানেলের প্রধান সম্পাদক নজরুল মিন্টো। উপস্থিত আছেন উৎসবের সমন্বয়কারীদের একজন মো. আবদুল হামিদ, অনুষ্ঠান সহযোগী স্বাধীন মজুমদার ও এলি বড়ুয়া এবং ঢাকা ও কলকাতা কো-অর্ডিনেটর পিয়াল হোসেন এবং শর্মিষ্ঠা ঘোষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুরি সদস্য ২ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উৎসবের অপর ২ জুরি সদস্য ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের National Aeronautics and Space Administration (NASA)-এর বিজ্ঞানী, পরবর্তীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বেদব্রত পাইন এবং নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টস-এর ফিল্ম ডিপার্টমেন্টের প্রধান মেরী লী গ্রিসান্তি।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উৎসবের প্রধান সমন্বয়কারী হাসানুজ্জামান সাকী বলেন, সুচিত্রা সেনের জন্ম ও আদি পৈত্রিক বাড়ি পাবনায়। দীর্ঘদিন অর্পিত সম্প্ত্তি হিসেবে তাদের সেই বাড়িটি বেদখল ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের সময় ২০১৪ সালে বাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি এখন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে  ‘কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রশালা’। মহানায়িকার বাড়িটি উদ্বার আন্দোলন যেমন পাবনায় হয়েছে, তেমনি হয়েছে আমেরিকায়। নিউইয়র্কে সংস্কৃতিকর্মীরা রাস্তায় দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, এই আন্দোলন প্রক্রিয়ায় জড়িত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সংস্কৃতিকর্মী ও চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক গোপাল সান্যাল। আজকে আমাদের এই আন্দোলনে ওই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনেকে পাবনা থেকেও এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই ইতিহাস-প্রেক্ষাপট ও আবেগ-ভালোবাসার স্থান থেকে আমাদের আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবটি মহানায়িকার নামকরণে হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, প্রথমবারের মত হলেও চলচ্চিত্র উৎসবটিকে আন্তর্জাতিকমানের করার জন্য আমরা সচেষ্ট। ইতোমধ্যে আমরা তিন দেশ-বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জুরি সদস্য হিসেবে পেয়েছি। ভেন্যু নির্ধারিত হয়েছে নিউইয়র্কের নান্দনিক স্থান হিসেবে খ্যাত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টার। আগামী ২০ ও ২১ এপ্রিল ২০২৪, শনি ও রবিবার ২ দিন ব্যাপি সকাল ১১ টা থেকে রাত ১১ পর্যন্ত উৎসব চলবে। উৎসবে বাছাইকৃত বেশ কয়েকটি ফিচার, শর্ট ও ডকুমেন্টারি ফিল্ম দেখানো হবে। এসব ছবি থেকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। আর সদস্যরা পুরস্কারের সিদ্ধান্ত নিবেন।

উৎসবটি ২ বাংলার চলচ্চিত্র উৎসব। এতে বাংলাদেশ ও ভারতের বাংলা ছবি প্রদর্শিত হবে এবং পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হবে। আমরা মনোনয়নের জন্য ক্যাটাগরি করেছি। ১. ফিচার ফিল্ম (শ্রেষ্ঠ ফিল্ম), সেরা পরিচালক, সেরা নারী ও পুরুষ অভিনয় শিল্পী, সেরা সিনেমাটোগ্রাফার) ২. সেরা শর্ট ফিল্ম ৩. সেরা ডক্যুমেন্টারী ফিল্ম।

এছাড়াও অভিবাসীদরে নির্মিত বাংলাদেশি ও ভারতীয় চলচ্চিত্র এবং পপুলার ক্যাটাগরিতে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে ২ দেশ বাংলাদেশ ও ভারতের জন্য আলাদা পুরুস্কারের ব্যবস্থা থাকবে।

সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্রে উৎসবে বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় অর্ধশত ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান ঘিরে জমাকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিন্নধর্মী আয়োজনে উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে শতশিল্পী নৃত্য পরিবেশন করবেন। এটি হবে আমেরিকায় প্রথম এ ধরনের আয়োজন। পরিচালনা করবেন নিউইয়র্কের খ্যাতিমান নৃত্যশিল্পী এ্যানি ফেরদৌস। উৎসবের বাইরে প্রাঙ্গণটিতে বসবে মেলা। ছবি প্রদর্শন ছাড়াও চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সেমিনার হবে। এতে চিন্তার আদান-প্রদান সম্ভব হবে।

বিশ্বজুড়ে বাংলা ছবি। মূলত ৩টি উদ্দেশ্য নিয়ে এই জয়যাত্রা। ১. বাংলা ছবির বিশ্বায়ন, অর্থাৎ বিদেশে বাংলা চলচ্চিত্রের দর্শক সৃষ্টি ২. বিদেশে বাঙালি চলচ্চিত্র কর্মীদের কাজের স্বীকৃতি এবং ৩. অভিবাসী চলচ্চিত্র কর্মীদের সাথে আমেরিকার মূলধারার চলচ্চিত্রকর্মীদের সেতুবন্ধন রচনা।

সম্প্রতি নিউইয়র্কে উৎসবের লগো, ওয়েবসাইট ও পুরস্কারের নকশার উন্মোচন হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারত দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা।

ইতোমধ্যে ছবি জমা নেওয়ার জন্য আন্তর্জাতিক রিকগনাইজইড প্ল্যাটফর্ম ‘ফিল্মফ্রিওয়ে’ ব্যবহার করা হয়েছে। আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। ওই দিনটি হবে ছবি জমা দেওয়ার শেষ দিন। বিস্তারিত উল্লেখিত (https://filmfreeway.com/Suchitra SenIBFF2024) এই  লিংকটিতে নির্দেশনা দেওয়া আছে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments