মুরাদনগরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৪ তম জম্মদিন পালিত
এস কে আশিক মিয়া, স্টাফ রিপোর্টার : ১৭ মার্চ ২০২৪ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।
এ সময় তার সাথে ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন-এর নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষ্যে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর সহ স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের সরকারি ও বেসরকারি উদ্ধর্তন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।