সাহিত্য আসর

“মুক্তি সংগ্রাম”

গড়ে তোলো মুক্তির সংগ্রাম
যার যার নিজের অবস্থানে দাড়িয়ে,
মুক্তির সূর্য যেন হয়না বিপন্ন
বীর ছেলেদের বুকের
তাজা রক্তের ওপর দাড়িয়ে।

দুঃশাসনের কালো হাত
ভেঙ্গে করে দাও চুরমার,
আর যেন মোরা না হই শোষিত
হাতে হাত রেখে করে অঙ্গীকার।

আপোষ কভু করবো না মোরা
ঐ অত্যাচারী শোষন কারীদের সাথে,
মরণ হলে মরবো মোরা
পিছ পা হবোনা কভু সংঘাতে।

ভাইয়ের রক্ত মায়ের সম্মান
কেরে নিয়েছে যারা বোনের সমভ্রম,
তাদের বিরুদ্ধে রখে দাড়াবে জাতি
গড়ে তুলবে এক মুক্তির সংগ্রাম।

মুক্তির সংগ্রামের ডাক এসেছে
বসে রইবো নাকো মা ঘরে,
জীবন দিয়ে হলেও করবো মুক্তির সংগ্রাম
মুক্ত করে ছাড়বো আমার সোনার বাংলাদেশটারে।

কবি পরিচিতি-
মোঃ নূর আলম শেখ, ১৯৯৪ সালের ১৮ই জুন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মঙ্গলহোড় গ্রামে জন্ম গ্রহণ করেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments