মীর মাহবুবুর রহমান বাবু’র ২৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল
[টাঙ্গাইল] ২৬ আগস্ট, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা মীর মাহবুবুর রহমান বাবু’র ২৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২৬ আগস্ট (সোমবার) সকালে মীর মাহাবুবুর রহমান বাবু’র কবর জিয়ারতের মধ্য দিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারঃ) মো. নাজমুল হক স্বাধীন-এর সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব (ভারঃ) মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদস্য মীর আবুল কালাম আজাদ রতন, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনুর, প্রশিক্ষণ বিষায়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মণি প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৯৬ সালে ২৬ আগস্ট যুবদল নেতা মীর মাহবুবুর রহমান বাবু দুর্বৃত্তদের হাতে নিহত হন।