আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের ভূমিকম্প পরিস্থিতিকে বেশ গুরুত্ব দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : ৩১শে মার্চ গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানান, বর্তমানে প্রায় ৪শত চীনা ভূমিকম্প বিশেষজ্ঞ, উদ্ধার ও চিকিৎসা কর্মী মিয়ানমারের বিভিন্ন স্থানে ত্রাণকাজে অংশগ্রহণ করছেন এবং চীনা উদ্ধারকারী দল ইতোমধ্যেই ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

কুও চিয়া খুন বলেন, মিয়ানমারের ভূমিকম্প পরিস্থিতিকে বেশ গুরুত্ব দিচ্ছে চীন। মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংকে সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং নিহতদের জন্য গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের পরিবার, আহত ও দুর্যোগকবলিত এলাকার মানুষের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন প্রেসিডেন্ট সি।

কুও আরো বলেন, ভূমিকম্পের পর চীন দ্রুত জরুরি ব্যবস্থা কাজে লাগিয়ে, পুরোদমে উদ্ধার ও কনস্যুলার সুরক্ষাকাজ চালিয়েছে। ভূমিকম্পের ১৮ ঘন্টা পরে চীনের ইয়ুননান প্রদেশের উদ্ধারকারী চিকিৎসাদল মিয়ানমারে পৌঁছায়, যা ভূমিকম্প-কবলিত এলাকায় প্রবেশকারী প্রথম আন্তর্জাতিক উদ্ধারকারী দল। চীনা উদ্ধারকারী দল, চীনা আন্তর্জাতিক উদ্ধারকারী দলসংক্রান্ত হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল উদ্ধারকারী দল, এবং চীনা রেড ক্রস আন্তর্জাতিক উদ্ধারকারী দল রাতারাতি মিয়ানমারে সহায়তা দেয়। চীনের বিভিন্ন স্থানের বেসামরিক উদ্ধারশক্তিও ইতিমধ্যেই মিয়ানমারে প্রবেশ করেছে অথবা প্রবেশের প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে।

সূত্র : ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments