মা
মা-ই আপন মা-ই সেরা
মা-ই আমার সব
আদর স্নেহ ভালোবাসা
মা-ই উৎসব।
মায়ের কোন নেই তুলনা
নেই সব কেউ তার
মা ছাড়া আর কেউ নেবেনা
লালন- পালনের ভার।
বিপদ দেখে তোমায় ছেড়ে
সবাই গেলেও ভেগে
দিন ফুরাবে রাত ফুরাবে
শিহরে মা জেগে।
শান্তি সুখের স্বর্গ আমার
আজো মায়ের কোল
ঘুম পাড়ানি গল্প প্রথম
শেখায় যিনি বোল।
কবি পরিচিতি- কবি এস,এম জাকারিয়া হোসাইন(রাজ) ২৯ নভেম্বর ২০০৩ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নে এক আদর্শ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা কৃষক,মা গৃহিণী। ছোট বেলা থেকে সাহিত্য অনুরাগী। তার লেখা ছোট গল্প ছড়া ও কবিতা মাসিক, সপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করেন। কবি অসখ্য সাহিত্য পুরষ্কার অর্জন করেছেন। বর্তমান তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।