সাহিত্য আসর

মাহে রমজান

এলো রমজান বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে,
বছর ঘুরে শান্তির মাসে
রহমত,বরকত,নাজাত পেতে।

আকাশে রোজার চাঁদ উঠেছে
পূর্ণ্যের মাস আবার এসেছে,
শপথ নিলাম আজকে সবাই
মিথ্যে কথা বলবো না আর।

আত্মশুদ্ধির এই রহমতে মাসে
নিজেকে তৈরী কর খাঁটি করে,
ইমান তোমার করতে তাজা
রাখতে হবে ত্রিশ রোজা।

পাপ থেকে মুক্ত হতে
দান করো মুক্ত হাতে,
শয়তান আর নফসের বিরুদ্ধে
রূখে দাঁড়ায় সবাই মিলে।

দান ছদকা যাকাত দিয়ে
গরীব ধনীর সম্পর্ক করতে,
আত্মশুদ্ধির এই বরকতের মাসে
এতিমের পাশে দাঁড়িয় সবাই মিলে।

বাঁকা চাঁদের মিষ্টি হাঁসিতে
ইফতার পার্টি সব সাজাতে,
সারা দিন রোজা রেখে
ইফতার করি আল্লাহর সন্তুষ্টিতে।

কবি পরিচিতি- কবি এস,এম জাকারিয়া হোসাইন(রাজ) ২৯ নভেম্বর ২০০৩ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নে এক আদর্শ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ব্যবসায়ি,মা গৃহিণী। কবি ছোট বেলা থেকে সাহিত্য অনুরাগী। তার লেখা ছোট গল্প,ছড়া ও কবিতা মাসিক, সপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করেন। কবি অসংখ্য সাহিত্য পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন। বর্তমান তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments