“মানুষ”
এ কেমন মানুষ আমরা
ধরারি বুকে।
মানুষ হয়ে মানুষ মারি
হৃদয় নাহি কাঁদে।
সৃষ্টির সেরা জীব মানব
মোরা জানি সকলে,
কেন তবে পশু বৃত্তি
মোদের অন্তরে?
আঘাতে মরছে মানুষ
উড়ছে আকাশে,
ডানাহিন পাখি যেমন
মুখ থুবড়ে পড়ে মাটির পরে।
দেখছি পড়ছে নিথর দেহ,
অসহায় মানুষ মাটির পরে
জন্মিলে মৃত্যু জানি মোরা সকলে,
আহা্ এ কেমন মৃত্যু
ভব সংসারে।
কবি পরিচিতি-
কবি মল্লিকা রানি দাস আমলাপাড়া জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি জামালপুর সাহিত্য সংসদ
প্রতিষ্ঠাতা। তিনি একজন কবি,লেখিকা ও সমাজ সেবিকা।