মানবতার আলো
আমার পাশে কে দাঁড়াবে জানি না,
আমি দাঁড়াতে চাই সবার পাশে,
কেউ আমার খোঁজ না নিলেও,
আমি খোঁজ নেবো দিন, সপ্তাহ, মাসে।
আমার এক বেলা অনাহারের বদলে,
কারো জোটে আহার,
আর কত কাল অনাহারে থাকবে
বাদল, কনা, নাহার..?
আসুন নিজের পাশাপাশি,
অন্যের পাশে দাঁড়াই,
আসুন মানবতার সেবায়,
হাতটা একটু বাড়াই।
দেয়ালে-দেয়ালে দে চিকা মেরে দে,
অন্যায়-অনীয়ম রুখে দেবে কে…?
তুমিই পারবে, তুমিই গড়বে সোনার বাংলাদেশ,
হে যুবক তুমি না পারলে পারবে কে…?
হে যুবক তুমি মেঘের ভেতর থেকে এক ফালি,
মিষ্টি রোদ হয়ে এসো,
হে যুবক তুমি সকল অপশক্তির,
মহাশক্তি হয়ে এসো।
ধর্মটা হোক যথাতথা, কর্মটা হোক ভালো,
কর্ম দিয়েই ছড়িয়ে দাও, মানবতার আলো।
ধর্মে যেমন লেখা আছে, কর্মে তেমন নাই,
ধর্মটাকে পুঁজি করে, অধর্ম ছড়াই।
বঙ্গকবি রায়হান
২১/০২/২০২৪