ঘুনিপাড়া বড়বাড়ির মেয়ে ‘ছামিহা আল মীম’ মেধা তালিকায় প্রথম স্থান
নিজস্ব প্রতিবেদক : উম্মুল কোরা মহিলা মাদরাসা ২০২৪ইং শিক্ষাবর্ষে প্লে-আতাফল শ্রেণি হতে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, সকলেই উত্তীর্ণ হয়। ২৫ জনের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে ঘুনিপাড়া বড়বাড়ির মেয়ে ছামিহা আল মীম।
আজ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে ওমর ইবনে খাত্তাব রা: আইডিয়াল মাদরাসায় মেধা তালিকায় ১, ২ ও ৩ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। ২০২৪ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় ১, ২ ও ৩ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ্জি হুযুর-এর সুযোগ্য সাগরিদ আলহাজ্ব হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন দা: বা: আ: এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব দা: বা: আ:।
পুরুস্কার পেয়ে ছামিহা আল মীম বলে, আমি খুবই খুশি ও আমি খুবই আনন্দিত। আজকের এই পুরুস্কারটি প্রথমে আমি আমার মামার হাতে তুলে দিব এবং মামা এই পুরুস্কারের পেকেটটি খুলবে। আমি ভালোভাবে পড়াশোনা করবো। আমি নিয়মিত মাদরাসায় যাবো। নার্সারী শ্রেণি হতে যাতে আমি আবার প্রথম হই, সবাই আমার জন্য দোয়া করবেন।
সিরাজগঞ্জ থেকে তার সাফল্য ও পুরুস্কারে কথা শুনে ছামিহা আল মীম-এর নানী মোছা. ছালেহা বেগম মোবাইলে বলেন, আমি খুবই খুশি ছামিহার এই সাফল্য ও পুরুস্কারের জন্য। আমি ছামিহার জন্য দোয়া করি সে যেন এরকম ফলাফল বয়ে আনে পরবর্তীতে। আল্লাহ যেন তাকে সেই জ্ঞান ও মেধা দান করেন।
টাংগাইল থেকে ছামিহা আল মীম-এর দাদী (মোছা. মমতাজ বেগম) মোবাইলে বলেন, তার সাফল্য ও পুরুস্কারে আমি খুবই খুশি ও আনন্দিত। ছামিহার এই সাফল্য ও পুরুস্কার একটি অবিস্মরিণীয় হয়ে থাকবে আমার পরিবারে। আমি ছামিহার জন্য দোয়া করি সে যেন পড়াশোনা করে এরকম সাফল্য বয়ে আনে। আল্লাহ তাকে যেন সেই জ্ঞান এবং মেধা দান করেন।
ছামিহা আল মীম-এর মামী (মোছা. মাকসুদা খাতুন) বলেন, ছামিহা আল মীম-এর পুরুস্কার ও সাফল্য আমি খুবই আনন্দিত ও গর্বিত। ছামিহা সব সময় আমার নিকটই বেশি সময় থাকে। তার খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব সময় আমিই তার পাশে থাকি। বাসায় পড়াশুনার টেবিলে যেতে তাকে আমি সম সময় উদ্বুদ্ধু করি। তার সাফল্যে আমি খুবই আনন্দিত।
ছামিহা আল মীম-এর মামা (মো. আসলাম তালুকদার) বলেন, ছামিহা সকালে পুরুস্কার হাতে পেয়ে অপেক্ষায় থাকে আমি কখন অফিস থেকে বাসায় আসবো তখন সে আমাকে দিয়ে প্যাকেটটি খুলবে। রাতে আমি অফিস থেকে বাসায় আসলে আমার হাতে পুরুস্কারের প্যাকেটটি তুলে দিল। আমি প্যাকেটটি খুললাম এবং খুশিতে আবির্ভূত হলাম ও আনন্দিত হলাম। আমি পুরুস্কারের প্যাকেটটি খুললে সেও অনেক আনন্দিত হল। আমি তার জন্য দোয়া করি ভবিষ্যতে যেন তার এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে।
ছামিহা আল মীম-এর মাতা মোছা. ছবি খাতুন বলেন, তার পুরুস্কার ও সাফল্যে আমি আনন্দিত এবং গর্বিত। তার এই সাফল্যের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে তার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন তাকে ইসলামী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি।
ছামিহা আল মীম-এর পিতা মো. মনজুরুল ইসলাম (মনজু) বলেন, আমি আনন্দিত, আমি মুগ্ধ, আমি গর্বিত এবং আমি আবির্ভূত। তার সাফল্য ও পুরুস্কার আমার পরিবার ও সমাজের স্মৃতিফলক। ২০২৪ সালে তার মা তাকে ভর্তি করে প্লে-আতাফল শ্রেণিতে। তার মায়ের ভর্তি ও প্রচেষ্টায় আজকের এই সাফল্য ও পুরুস্কার। এটা আমাকে বিস্ময়কর করে দিয়েছে। আমি বলেছিলাম তার বয়স কম। কিন্তু তারপরও সে ভর্তি করে। তার এই সাফল্যে অবদান রয়েছে তার মাতার। তার মাতা ছামিহার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন। পরিশ্রম করেছেন উম্মুল কোরা মহিলা মাদরাসার ওস্তাদজিগণ। ওস্তাদজিগণের কঠোর দিকনির্দেশনা ও শিক্ষা আজকে ছামিহা আল মীম-এর সাফল্য ও পুরুস্কার। বিশেষ দিকনির্দেশনা ছিল উম্মুল কোরা মহিলা মাদরাসার কর্তৃপক্ষের। আজকে সবার পরিশ্রমের ফলেই ছামিহা আল মীম-এই সাফল্য ও পুরুস্কার। সবার প্রতি রইলো আমার শ্রদ্ধা ও নিরন্তর ভালোবাসা।
রাতে পুরুস্কারের প্যাকেটটি খুলে আনন্দে অভিভূত হয়ে পড়েন ছামিহা আল মীম-এর পরিবারবর্গ।
উল্লেখ্য যে, গত ২২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ছামিহা আল মীম-এর বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র। তার প্রথম সেমিস্টার গড় নম্বর ৯৯.০৯%; গ্রেড এ প্লাস; প্রাপ্ত বিভাগ ১ম; মেধা স্থান দ্বিতীয় এবং দ্বিতীয় সেমিস্টার গড় নম্বর ৯৯.৬৩%; গ্রেড এ প্লাস; প্রাপ্ত বিভাগ ১ম; মেধা স্থান প্রথম ও বার্ষিক পরীক্ষায় গড় নম্বর ১০০%; গ্রেড এ প্লাস; প্রাপ্ত বিভাগ ১ম; মেধা স্থান প্রথম।
ছামিহা আল মীম ২০১৯ সালের ৯ জুন (২৬ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ) রবিবার সন্ধ্যায় শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইল, ঢাকা-১৩৬২-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ছামিহা আল মীম টাংগাইল জেলা নাগরপুর উপজেলাধীন ঘুনিপাড়া গ্রাম ৭ নং ওয়ার্ডস্থ বড়বাড়ি’র (মিয়া বংশ’র) মরহুম আব্দুল ওহাব মিয়া (তোফাজ্জ্বল হোসেন) ও মোছা. মমতাজ বেগম-এর জ্যেষ্ঠ পুত্র মো. মনজুরুল ইসলাম (মনজু)’র একমাত্র কণ্যা।