সাহিত্য আসর

মাদক

মাদকমুক্ত জীবন গড়ি, স্বর্নিভর দেশ গড়ি।

মাদকাসক্তকে ঘৃণা করি, স্বর্নিভর দেশ গড়ি।

সকলের তরে, সকলে আমরা; মাদকমুক্ত গড়বো বাংলা।

সকল দেশের শ্রেষ্ঠ দেশ, মাদকমুক্ত যেটি দেশ।

 

আমার গৌরব, আমার অহংকার;

মাদকমুক্ত যে দেশটি আমার।

মাদক সতেজ জীবনকে;

ধর্মীয়, শারীরিক ও মানসিক বিকৃতি ঘটায়।

 

দেশ জানি উন্নয়নে, মাদকাসক্ত বড় বাঁধা।

মাদকাসক্ত আর্শিবাদ নয়; একটি অভিশাপ।

মাদক প্রবেশ বন্ধ করি; মাদকমুক্ত দেশ গড়ি।

মাদককে ঘৃণা করি; আর নয় অঙ্গীকার করি।

 

মাদকবিরোধী ঐক্য গড়ি; মাদকমুক্ত দেশ গড়ি।

মাদকবিরোধী যেখানে, আমরা যাব সেখানে।

প্রজন্ম থেকে প্রজন্ম, মাদককে না বলি।

পাপকে ঘৃণা কর, পাপীকে নয়;

মাদককে ঘৃণা কর, মাদকাসক্তকে নয়।

 

একটি দেশ আমার অহংকার;

যদি না থাকে মাদকাসক্ত আর।

 

—মো. মনজুরুল ইসলাম (মনজু)

ঘুনিপাড়া, নাগরপুর, টাংগাইল।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments