মাতৃত্বের নারে
একটি মনে সবার জন্য
বাঁচতে চাই আমি,
সকল জনার সেবা সুখে
করব জীবন দামী।
সৃষ্টি জগৎ থাকবে সুখে
এইতো করি আশা,
বোবা কন্ঠে উঠুক ফুটে
সকল মনের ভাষা।
দেশমাতৃকার মমত্ববোধ
জেগে উঠুক সবার,
সুখ শান্তিতে থাকুক সবাই
দুর করিয়ে আধার।
আধার কেটে আলোর পথে
চলতে যেনো পারে,
সবার মাঝে আনন্দ পাক
মাতৃত নাড়ীর নারে।
কবি পরিচিতি –
আবদুল কুদ্দুস বেপারী
পিতা বীর মুক্তিযোদ্ধ মোঃ দুলা মিয়া বেপারী
মাতা অজিফা বেগম
গ্রাম রঘুরামপুর পুর পোস্ট যাদবপুর
উপজেলা শাহরাস্তী জেলা চাঁদপুর