ভারতের পররাষ্ট্রসচিব ভিক্রাম মিস্রির সঙ্গে ওয়াং ই’র বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক : চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ২৭ জানুয়ারি (সোমবার) বেইজিংয়ে, ভারতের পররাষ্ট্রসচিব ভিক্রাম মিস্রির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, গত বছর দু’দেশের নেতারা কাজানে সাক্ষাতের সময় গুরুত্বপূর্ণ মতৈক্য পৌঁছান। সেই থেকে দু’দেশ দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সচেষ্ট আছে। দু’দেশকে, প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে ও আরও বেশি বাস্তব ব্যবস্থা গ্রহণ করে, পারস্পরিক সমঝোতা ও সমর্থন জোরদার করতে হবে এবং পারস্পরিক সন্দেহ ও দূরত্ব কমাতে হবে।
তিনি আরও বলেন, চীন-ভারত সম্পর্কের উন্নয়ন সম্পূর্ণভাবে দু’দেশ ও দু’দেশের জনগণের মৌলিক কল্যাণের সাথে সংগতিপূর্ণ এবং বিশ্বের দক্ষিণের দেশগুলোর বৈধ স্বার্থ সুরক্ষার জন্য সহায়ক। দু’টি প্রাচীন সভ্যতার রাষ্ট্রকে এশিয়া এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
জবাবে মিস্রি বলেন, দু’দেশ নেতাদের মতৈক্য অনুযায়ী ধারাবাহিক ইতিবাচক সংলাপ ও যোগাযোগ জোরদার করে আসছে। দু’দেশ যথাযথভাবে মতভেদ নিয়ন্ত্রণ করতে এবং বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা উন্নত করতে কাজ করছে। ভারত চীনের সাথে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন করতে চায়। শাংহাই সহযোগিতা সংস্থার সভাপতি রাষ্ট্র হিসেবে চীনের কাজকে সম্পূর্ণ সমর্থনও করে ভারত।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ