“ব্যাকুল প্রেম”
মায়াহীন তুমি
তাহা কি জানি?
প্রেমে ভাসিয়া
মন উজাড় করিয়া ।
বাইসাছি ভালো
ভেবে চাঁদের আলো।
তুমি কাব্যের ফুল
অজান্তে করিয়াছি ভুল ।
অধিকার দেখাবো না
আপন করিয়া রাখিব না ।
যাব ধীরে ধীরে ভুল
হাসবো মন খুলে।
চাই না হোক আর দেখা
থাকবো সেথা একা ।
ভালোবাসা মনে চেপে
ভিজবে না বালিশ রাত্রি শেষে।
কালো রাতের সাথি
ধোঁয়া আগর বাতি ।
নিঝুম রাত
কেটেছে ভালোবাসার স্বাদ ।
পাচ্ছি নিজের ভুলের সাজা
আমি এখন ধোঁয়ার রাজা ।
লেখক পরিচিতি- কবি মোঃ মসিউর রহমান কাউসার। আন্ধারিয়া পাড়া গ্ৰামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২০০৬ সালে জন্ম গ্ৰহন করেন। পিতা আঃ জলিল এবং মাতা নুরুন্নাহার এর বড় ছেলে। জন্মস্থান: আন্ধারিয়া পাড়া, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ
ফোন: 01797699938