বৈশাখী মেলা
বৈশাখী মেলার দুরন্ত বিকেল উধাও হয়েছে সেই কবে,
কবে কোন কাল বৈশাখীর ছোবলে,
আজ আর তা মনে পড়ে না।
দল বেঁধে মেলায় যাওয়ার আনন্দ,
হাঁটা পথে কত কী কেনার পরিকল্পনা ,
পরিকল্পনার পরী অথবা কল্পনা সব হারিয়ে গেছে।
ডুগডুগি, মাটির ঘোড়া আর বাঁশের বাঁশির,
অদ্ভুত উত্তেজনা কী যে শিহরণ!
শব্দের উল্লাস, চড়কির মাতম দোলা,
জিলেপীর দোকানে অপেক্ষারত কিশোরের মুখ,
মনে পড়ে আজ সেই দিনগুলো।
মেলা ভর্তি হরেক রকম জিনিস,
হরেক রকম মানুষ,
যা দেখতাম সবই ভালো লাগতো,
হয়তো মেলা আজো সেইরকম ই আছে,
হয়তো তার পালে লেগেছে শহুরে অবয়ব,
হয়ত এসেছে নতুন নতুন পণ্য যা ছিল না আমাদের কালে,
শুধু নেই সেই গ্রাম্য বালকের আবেগ মথিত বিকেল,
আজ আর তিল তিল করেনা সে মেলার সঞ্চয়।
পহেলা বৈশাখে বালকের মন কাঁদে যখন,
পান্তা ইলিশের আধুনিক উৎসবে,
হারিয়ে গেছে লোকজ সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক,
গ্রামীণ মেলার স্বাদ , দল বেঁধে মেলায় হারিয়ে যাওয়া,
ফিকে আজ সেই শৈশব।
[তারিখ : ১৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ]
কবি পরিচিতি : একরামুল হক দীপু কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পুষ্করিনীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শিক্ষক মা গৃহিণী। ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী কবি স্কুলের দেয়ালিকা ও বিভিন্ন সাহিত্য সাময়িকীতে লেখালেখি করে আসছেন । কবিতা প্রবন্ধ ছোটগল্প ও ছড়া লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করে থাকেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুণ্য স্মৃতি বিজড়িত কবিতীর্থ দৌলতপুর এর সংগঠন নজরুল নিকেতন এর যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম সাহিত্য কুটিরের সাধারণ সম্পাদক। এছাড়াও কবি অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সাথে যুক্ত আছেন। প্রচার বিমুখ এই লেখক সংগঠকের অসংখ্য রচনাবলী তাই অপ্রকাশিত থেকে গেছে।