বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
জামালপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শহরের পাথালিয়া নাওভাঙ্গার চর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৭ মার্চ (সোমবার) স্থানীয় শহরের নাওভাঙ্গার চর হযরত শাহজামাল (রহ:) মাজারের সম্মুখে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হকের সভাপত্বিতে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিল আহাম্মেদের সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি জি.এস মোঃ ফিরোজ মিয়া, জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিকী,শহর যুবদলের সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়া প্রমুখ।
এ সময় বিএনপি নেতা মুস্তাফিদুল হাসান রিপন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক একরামুল হোসেন হিরো, সদর থানা বিএনপির সদস্য রকিবুল ইসলাম রানা, সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুল হাসান তুষার, জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাশেদুজ্জামান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন যুবনেতা আকমল হুদা পলাশ চৌধুরী,শাহ মোহাম্মদ আরিফ হোসেন, যুবনেতা শান্ত চৌধুরী। আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলে নাওভাঙ্গার চর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন হযরত শাহ জামাল (রহ:) মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ ওমর ফারুক।