আন্তর্জাতিক সংবাদ

বেইজিংয়ে বিচ্ছিন্নতাবিরোধী আইন বাস্তবায়নের ২০তম বার্ষিকীর আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছিন্নতাবিরোধী আইন বাস্তবায়নের ২০তম বার্ষিকীর আলোচনাসভা গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনা জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি এতে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা নির্দেশনা হিসেবে মেনে চলতে হবে, সার্বিকভাবে তাইওয়ান সমস্যা সমাধান সম্পর্কে তাঁর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ও সিপিসি’র সামগ্রিক কৌশল বাস্তবায়ন করতে হবে, বিচ্ছিন্নতাবিরোধী আইনের গুরুত্বপূর্ণ ভূমিকা গভীরভাবে বুঝতে হবে, দৃঢ়ভাবে ‘তাইওয়ান স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দমন করতে হবে এবং দেশের পুনর্মিলনের মহান উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে হবে।

ভাষণে চাও ল্য চি বলেন, সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিংকে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, চীন সার্বিকভাবে বিচ্ছিন্নতাবিরোধী আইন বাস্তবায়ন করেছে, আন্তঃপ্রণালী সম্পর্কের প্রভাবশালী অবস্থান ও উদ্যোগকে ধরেছে, ‘আইনি প্রক্রিয়ায় বিচ্ছিন্নতাবাদের শাস্তির’ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও উন্নত করেছে, অব্যাহতভাবে তাইওয়ানের জনগণদের কল্যাণ বৃদ্ধির জন্য নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে এবং পুনর্মিলনকে উৎসাহিত করার ক্ষেত্রে নতুন অগ্রগতি ও ফলাফল অর্জন করেছে।

তিনি বলেন, তাইওয়ান সমস্যা সমাধান এবং চীনের পুনর্মিলন অর্জন হল যুগের প্রবণতা, ন্যায়সঙ্গত উদ্দেশ্য এবং জনগণের আকাঙ্ক্ষা। এটা চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের জন্য একটি অনিবার্য প্রয়োজন। আমাদের উচিত আত্মবিশ্বাস ও সংকল্পকে শক্তিশালী করে জাতীয় পুনর্মিলন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া, দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, প্রণালীর দু’পাশের বিনিময় ও সহযোগিতা প্রচার করা এবং চীনা জাতির অভিন্ন চেতনা শক্তিশালী করে চীনা জাতির স্থায়ী কল্যাণ তৈরি করা।

সূত্র : তুহিনা- হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments