“বিলুপ্ত প্রেম”
কিশোর বয়সে প্রেম ছিল মধুময়
চোখে ভাসে স্মৃতিগুলো যেন কথা কয়।
খেলার সাথী ছিলাম খেলেছি দুজনে
লুকোচুরি কানামাছি কত কি গোপনে।
হিসাবের দিন এলো ব্যস্ততা এখন
বুঝিনা সময় যায় কিভাবে কখন।
কর্মের পিছনে ঘুরে বেলা চলে যায়
পরিবার পরিজন কাছে পেতে চায়।
দীর্ঘদিন দেখা নেই কাচের দেয়াল
ছিন্ন হলো বাঁধনটা করিনি খেয়াল।
হঠাৎ তোমায় দেখে শিহরিত মন
দুচোখে গড়ায় জল স্তব্ধ কিছুক্ষণ।
ঠোঁটের কোণায় হাসি কে দিল নিষেধ
আলাপ করিলে নাতো ছিল কি বিভেদ ?
মর্মাহত তুমি ছিলে কেন কি হয়েছে !
এ বুকে তোমার ঠাঁই এখনো রয়েছে।
যোগাযোগ নেই বলেই বিলুপ্ত প্রেম,
তুমি যদি রাধা হও আমি হবো শ্যাম।
বিলুপ্ত প্রেম এখন জ্বলন্ত প্রদীপ,
মনের মন্দিরে জ্বলে ত্রি-সন্ধ্যায় দীপ।
কবি পরিচিতি-
কবি শেখ মো. মাজেদুর হক নেত্রকোনা জেলা নেত্রকোনা সদর থানায় ৩ জুলাই ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা-এস,এম কিতাব আলী, মাতা-বেগম আয়েশা খাতুন।তিনি বিরহী কবি হিসেবে পরিচিত। তার লেখা অসংখ্য গ্রন্থের ভিতর চোখের জলে নদী,কাব্য বলাকা,স্বদেশের মায়া বিখ্যাত।
কবি বর্তমানে চাকুরির পেশায় নিয়োজিত।
মোবাঃ ০১৭১৪৯৬৩২৩১