বায়োটেক এগ্রোভেট লিমিটেড কোম্পানি’র অর্থ আত্মসাৎ ঘটনার মামলার রায় প্রকাশ
এস কে আশিক মিয়া, স্টাফ রিপোর্টার : দায়িত্ব থাকাকালীন সময়ে বায়োটেক এগ্রোভেট লিমিটেড কোম্পানি’র ২ কোটি ৭২ লাখ ৯৪ হাজার ৯৯৪ টাকা আত্মসাৎ ঘটনার মামলার রায় প্রকাশ।
আজ ৩০ এপ্রিল, ২০২৪ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লা-এর আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, কোতায়লী থানা মামলা নং ২০ তারিখ ২০/০৪/২০২২ ইং মামালা নং জি আর ৩৪২/২২ এ নুরুজ্জামান কে দোষী সাবস্ত করে পেনাল কোডের ৪০৬ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০,০০০ টাকা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড। পেনাল কোডের ৪৬৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ১০,০০০ টাকা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
নুরুজ্জামান-এর স্ত্রী মাহফুজা বেগম কেও একই মামলায় দোষী সাবস্ত করে বিজ্ঞ আদালত ৪০৬-এর ১০৯ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেন।
একই মামালার অপর ব্যক্তি ওবায়দুল হক কে দোষী সাবস্ত করে পেনেল কোডের ৪০৬/১০৯ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের জেল এবং পেনেল কোডের ৪৬৭ ধারায় ২ বৎসরের সশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
রায়ে সন্তুষ্টি হয়ে কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার হাসান জোয়ারদার সাংবাদিকদের বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে বায়োটেক এগ্রোভেট কোম্পানি’র টাকা আত্মসাৎ করে বা ভোগ করে কেউ পার পেতে পারে না অবশ্যই তাকে বিচারের আওতায় আসতে হবে।
নুরুজ্জামান ও ওবায়দুল হক কে আদালত জেল হাজতে প্রেরণ করেন এবং মাহফুজা বেগম উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।