কভারেজ নিউজস্থানীয় সংবাদ

বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্ম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আজ ২৯ জানুয়ারি সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে মাধ্যমে বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্ম প্রকাশের ঘোষণা দেন ‘কাহিনীক’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ।
শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে কাহিনীক-এর প্রতিষ্ঠাতা পরিচালকদের পরিচয় প্রদান করেন কাহিনীক-এর পরিচালক ইমরাদ জুলকারনাইন।
প্রেস ব্রিফিং পাঠ করেন কোম্পানীর পরিচালক বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ ও কাকলী প্রকাশনীর প্রকাশক নাসির আহমেদ সেলিম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন কাহিনীক-এর প্রযোজনে সমন্বয়কারী, অভিনেতা আশরাফুল আশীষ, বাচিক শিল্পী লিটু সাখাওয়াত ও সংগীতা চেীধুরী।
সাংবাদিকদের প্রশ্নোত্তরের জবাবে উপস্থিত পরিচালকগণ কাহিনীক অডিওবুক সংক্রান্ত নানাবিধ প্রশ্নের উত্তর জানান এবং বাংলা সাহিত্যের বৃহত্তম অডিওবুক অ্যাপ হবে ‘কাহিনীক’। প্রযুক্তি ও প্রকাশনার সকল ক্ষেত্রেই ‘কাহিনীক’ বিশ^মান বজায় রাখতে বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে বেশ কিছু অডিওবুকের নমুনার অংশ শোনানোর পর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments